হারিকেন মেলিসায় নিহতের সংখ্যা বেড়ে ৩০

হারিকেন মেলিসা
হারিকেন মেলিসা | ছবি: এবিসি নিউজ
0

হারিকেন মেলিসায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ এ পৌঁছেছে। যার মধ্যে জ্যামাইকাতে প্রাণহানি চারজন ও হাইতিতে ২৪ জন। এরইমধ্যে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি ওয়ানে নেমে এসেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন ‘মেলিসা’। অতিক্রম করছে বাহমা দীপপুঞ্জ দিয়ে। রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে হারিকেনটির।

ক্যারিবীয় অঞ্চলের তিন দেশ জ্যামাইকা, হাইতি ও কিউবায় তাণ্ডব চালিয়ে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি ওয়ানে নেমে এসেছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন ‘মেলিসা’।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে বাহমা দীপপুঞ্জ অতিক্রম করছে। বৃহস্পতিবার রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে মেলিসার।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ক্যাটাগরি পাঁচ মাত্রায় প্রথমে জ্যামাইকায় আঘাত হানে হারিকেন মেলিসা। এতে নিহত হন অন্তত ৪ জন। লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির বেশিরভাগ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয় ঘর-বাড়ি। উপড়ে যায় গাছ-পালা। কাঁদা ও পানিতে তলিয়ে যায় চলাচলের রাস্তা।

এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জ্যামাইকার সাধারণ মানুষের জীবন। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির অন্তত ৭৭ শতাংশ অঞ্চল।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘দশ মিনিটের মধ্যে হাঁটু সমান পানি বেড়ে যায়। মুহূর্তেই গলা পর্যন্ত হয়ে যায় তা। তাড়াতাড়ি ঘর-বাড়ি রেখে নিরাপদে আশ্রয় নেই।’

তবে বৃষ্টি কমায় কিছুটা স্বাভাবিকের পথে জ্যামাইকার জীবনযাত্রা। শুরু হয়েছে ফ্লাইট চলাচল।

আরও পড়ুন:

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘খুবই দুর্বিষহ দিন দেখেছি। জীবনে এ নিয়ে তিনটি ঝড় দেখেছি। সবচেয়ে ভয়াবহ ছিলো মেলিসা।’

অন্য একজন বলেন, ‘অনেক মানুষ আহত হয়েছে। খুবই খারাপ অবস্থা তাদের। অনেক মানুষ তাদের বাসস্থান হারিয়েছে।’

জ্যামাইকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এরইমধ্যে সাহায্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

জ্যামাইকায় আঘাতের পর ক্যাটাগরি তিন মাত্রায় হাইতিতে আঘাত হানে হারিকেন মেলিসা। এতে নিহত হন অনেকে। দেখা দেয় আকস্মিক বন্যা। বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা।

মেলিসার প্রভাবে কিউবার বেশ কয়েকটি নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর। বাস্তুহারা হয়েছেন অনেকে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির অন্তত দেড় লাখ মানুষ।

এসএস