লিবিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে ১৭৪ বাংলাদেশিকে

লিবিয়া থেকে ফিরেছে ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরেছে ১৭৪ বাংলাদেশি | ছবি: সংগৃহীত
0

লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলো।

আরও পড়ুন:

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন।

এসএস