বেতন বৃদ্ধির দাবিতে রাসিকের ফটক বন্ধ করে কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহী সিটি করপোরেশনে কর্মচারীদের বিক্ষোভ
রাজশাহী সিটি করপোরেশনে কর্মচারীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে সিটি করপোরেশনের ফটক বন্ধ করে বিক্ষোভ করেছে কর্মচারীরা। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনে দৈনিক মজুরি ভিত্তিক সব কর্মচারী নগরভবনের সামনে এ বিক্ষোভ করেন। এসময় বেতন বৃদ্ধির এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

এসময় কর্মচারী বলেন, ‘দীর্ঘ সময় ধরে এ শহরকে সেবা দিয়ে যাচ্ছি। প্রতিটি শাখায় বেতন বৃদ্ধি করা হলেও তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা সময়ে আশ্বাস দেয়া হলেও তা এখনও সম্পন্ন করা হয়নি।’ 

আরও পড়ুন:

এখন দৈনিক ৪৮০ টাকা করে বেতন দেয়া হয়। তাদের দাবি সরকার ঘোষিত বেতন দৈনিক ৭৫০ টাকা করে দিতে হবে। দাবি না  মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষোভে দৈনিক মজুরি ভিত্তিক সব স্তরের কর্মচারীরা উপস্থিত থেকে ন্যায্য দাবির পক্ষে বিক্ষোভ করেন।

এসএইচ