দেশের ৮০ ভাগ শ্রমিকের অভিযোগ মজুরি নিয়ে
দেশে ৮৫ ভাগ শ্রমিকের মজুরি বা কর্মঘণ্টা নিয়ে কোনো চুক্তিপত্র নেই। আর ৮০ ভাগ শ্রমিকের অভিযোগ মজুরি নিয়ে। এই তথ্য উঠে এসেছে সিপিডি'র প্রতিবেদনে। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে ২০২৫ সালকে শ্রম সংস্কারের বছর ঘোষণা করার দাবি জানিয়েছে সংস্থাটি।