রাজশাহীতে পদ্মার চরে দু’পক্ষের সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ২, আহত ১০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

রাজশাহীর পদ্মার চরে খড় কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ (সোমবার, ২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঘা উপজেলার নিয়ন্ত্রাণাধীন চর চাঁনপুর-খাঁনপুরে আধিপত্য বিস্তার ও খড় কাটাকে কেন্দ্র করে কাকন ও মন্ডল বাহিনীর দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাজশাহীর বাঘা থানা পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী লালপুর-বাঘা উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর-খাঁনপুর ও হবিরচরের অংশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পদ্মার চরাঞ্চলে খড়ের ক্ষেতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে কাকন গ্রুপ ও মমতাজ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয়পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইজনকে কুষ্টিয়া ও চারজনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বাঘা থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনা স্থলে আমান নামের একজনের মৃত্যু হয়। অপর জন রাকিব হোসেনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চত করেছেন রাজশাহীর বাঘা থানার পরিদর্শ তদন্ত সুপ্রভাত মন্ডল। এছাড়া গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন চানপুর গ্রামের মুন্তাজ মণ্ডল ও নাজমুল ইসলাম।

এএইচ