এক যাত্রীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বাসে উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় ছিনতাইকারীরা। যাতে কোনো যাত্রী নামতে না পারে। কয়েকজন ছিনতাইকারী বাসের ভেতরে উঠে যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে থাকে। এসময় তারা ছুরিকাঘাত করলে চিৎকার করতে থাকেন যাত্রীরা।
বাইরে থাকা দলের অন্য সদস্যরা ছিনতাই হওয়া মালামাল বুঝে নেন। এসময় মোড়ে থাকা যাত্রীরা চক্রের প্রধান হোতা আকবর হোসেনকে ধরে ঘটনাস্থলেই পুলিশে সোপর্দ করে। এসময় অপর তিন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।





