মালয়েশিয়া সফরে এসে চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: এখন টিভি
0

৪৭তম আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া সফরে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার ৪ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (রোববার, ২৬ অক্টোবর) থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত এ সম্মেলন চলবে।

বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি, বাণিজ্য ঘাটতি মোকাবিলা ও সরবরাহ সচল রাখতে দক্ষিণ-পূর্ব এশীয় অংশীদারের সঙ্গে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে আছে, মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে কাঠামোগত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর।

আরও পড়ুন:

বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, নতুন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক হার বহাল রাখবে, তবে কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করছে না মালয়েশিয়া। বিরল খনিজের সরবরাহ ব্যবস্থা সচলে মালয়েশিয়া ও থাইল্যান্ড দুই দেশের সঙ্গেই চুক্তি করেছেন ট্রাম্প।

ইএ