রাতভর মেট্রোরেলের বিয়ারিং প্যাড মেরামত; রয়েছে বিকল্প পরিকল্পনা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড
মেট্রোরেলের বিয়ারিং প্যাড | ছবি: সংগৃহীত
0

রাতভর চলেছে ফার্মগেট স্টেশনের কাছে মেট্রোরেলের ৪শ' ৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড প্রতিস্থাপন ও মেরামতের কাজ। তবে মেরামতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে রাখা হয়েছে বিকল্প পরিকল্পনা।

সরেজমিনে দেখা যায়, রাত ১২টার দিকে ডিএমটিসিএলের কারিগরি টিম তিনটি মেইন লিফট গাড়ি নিয়ে পিলারটির মেরামত কাজ করছে। এছাড়া, একটি মেইন লিফট নিয়ে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত পিলারের বিয়ারিংগুলো যাচাই করে।

আরও পড়ুন:

কর্তৃপক্ষ থেকে জানানো হয়, মেরামত কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। রাখা হয়েছে বিকল্প পরিকল্পনা। সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে কারওয়ান বাজার চলতে পারে মেট্রোরেল।

গতকাল (রোববার, ২৬ অক্টোবর) মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় বন্ধ ছিলো মেট্রো চলাচল। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ইএ