কয়েকদিন আগে সিআরসেভেন জানিয়েছিলেন, এক হাজার গোলের কীর্তি গড়তে চান তিনি। সে লক্ষ্যেই যেন তিনি ছুটছেন দুর্বার গতিতে।
গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) রাতে আল হাজমের বিপক্ষে ক্যারিয়ারের ৯৫০তম গোলটি করেন পর্তুগিজ এ মহাতারকা। ম্যাচের শেষার্ধ্বে সাদিও মানের থ্রু বল থেকে কোমানের বাড়ানো বলে ডি-বক্সের ভেতরে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো।
আরও পড়ুন:
এর আগে, ম্যাচের প্রথমার্ধে গোল করেন জোয়াও ফেলিক্স। দুই পর্তুগিজের গোলে সহজ জয়ই পেয়েছে আল নাসর। এ নিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে সবগুলো ম্যাচে জয় নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো ক্লাবটি।





