কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

শুল্কবিরোধী বিজ্ঞাপনের জেরে এবার কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের কণ্ঠ ব্যবহার করে শুল্কব্যবস্থার নেতিবাচক দিক নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করে কানাডা। যার অধিকাংশ তথ্যই নেতিবাচক বলে দাবি করেন ট্রাম্প।

এরপর গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেয়ার কথা ছিল। কিন্তু গতরাতে ওয়ার্ল্ড সিরিজ বেইজবল চ্যাম্পিয়নশিপ চলাকালেও কানাডা তা প্রচার করেছে, যা পুরোপুরি প্রতারণা। 

আরও পড়ুন:

এছাড়া মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের যোগ দেয়ার আগে ট্রাম্প আরও মন্তব্য করেন, সম্মেলনের সাইড লাইনে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো ইচ্ছাই নেই তার। 

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এসএইচ