কালশীর বিবাহ কমিউনিটি সেন্টার ভবনের ৫ম তলায় রাত ১০ টা ১২ মিনিট নাগাদ আগুনের ঘটনা ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে ষষ্ঠ তলাতেও।
অগ্নিনির্বাপণ করতে শুরুতে রাত ১০টা ২৭ এ ফায়ার সার্ভিসের ৪ ইউনিট যোগ দেয়। পরে আরও ৩ ইউনিট যোগ দেয় তাদের সঙ্গে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানায় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ৭০ সদস্যের পাশাপাশি সেনা, পুলিশ বিজিবি সদস্যরাও অংশ নেন।
স্থানীয়দের কেউ কেউ এগিয়ে আসেন এ প্রচেষ্টায়। পরে, সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ৫ম তলায় পরিত্যক্ত মালামাল ও ফার্নিচারে আগুনের সূত্রপাত। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের দৃষ্টান্ত নেই বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস।





