রাজশাহীতে পোষাপ্রাণীর মেলা অনুষ্ঠিত

রাজশাহীতে পোষাপ্রাণীর মেলা
রাজশাহীতে পোষাপ্রাণীর মেলা | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে পোষাপ্রাণী নিয়ে পেট ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) ছুটির দিনে সকাল ১০টা থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নানা প্রজাতির বিড়াল নিয়ে ভিড় জমান বিড়াল প্রেমীরা।

এ আয়োজনে দর্শনার্থীদের নজর কেড়েছে বিড়ালদের বিভিন্নভাবে সাজিয়ে ফ্যাশান শো’র আয়োজন। পুষ্পা, থর, রিও, কিটি, বিস্কুট, লিও, পান্ডা, টম, কায়রো, অ্যাবি, গুল্লু ইত্যাদি বিভিন্ন নামকরণ করা হয় এসব বিড়ালের।

ষষ্ঠবারের মতো পোষা প্রাণীদের নিয়ে এমন ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে। যেখানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিড়াল নিয়ে ভিড় জমিয়েছে পশুপ্রেমীরা। 

পেট ফেয়ার ২০২৫-এ বিভিন্ন আকর্ষণীয় ব্যবস্থা ছিল, যার মধ্যে সেমিনার, বিড়াল এবং মালিকের জন্য খেলাধুলা এবং সর্বশেষ পোষা প্রাণীর পণ্য ও পরিষেবার প্রদর্শনী। 

আরও পড়ুন:

এটি প্রাণীপ্রেম ভাগ করে নেয়া, শেখা এবং পরিচিতি তৈরির একটি সুযোগ। শোতে অংশ নেয় ২৫০টি বিড়াল। মেলা প্রাঙ্গনে ভিড় জমান ছোট বড় নানা বয়সী পশুপ্রেমীরা, আনন্দে মেতে ওঠে সবাই।

পশুপ্রেমীরা জানান, আজকের এ আয়োজনে তারা তাদের পোষা বিড়ালকে মেলায় নিয়ে এসেছে। এতে তার ভয় কেটে যাচ্ছে। পাশাপাশি পশুপাখির প্রতি মানুষের ভালোবাসা যাতে সবসময় থাকে, কেউ যাতে তাদের অবহেলা না করে এই বার্তা দেয়ার জন্য তাদের এ অংশগ্রহণ। 

আয়োজকেরা জানান, মেলার প্রধান উদ্দেশ্য পোষাপ্রাণী ও তাদের মধ্যে সম্পর্ক স্থাপন। প্রিয় প্রাণী সঙ্গীদের আনন্দ, স্বাস্থ্য এবং কল্যাণ উদযাপনের জন্য নিবেদিত এটি একটি ইভেন্ট। এ মেলাটি পোষাপ্রাণীর মালিক, সম্ভাব্য দত্তকগ্রহীতা এবং সাধারণ মানুষকে শিক্ষা, বিনোদন এবং সংযোগের একটি দিনের জন্য একত্রিত করার উদ্দেশে তৈরি করা হয়েছে।

এসএইচ