টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

খাদে পড়ে যাওয়া বাস
খাদে পড়ে যাওয়া বাস | ছবি: সংগৃহীত
2

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাদের কন্যা আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রওনা দিয়ে সেঁজুতি পরিবহনের বাস ভোরে দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উলটে যায়। এ সময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করেছেন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ যাত্রী। তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন:

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বাসটি খাদে পড়ে উল্টে ছিল। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইএ