পূর্ব শত্রুতার জেরে সাভারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: প্রতীকি
0

সাভারে পূর্ব শত্রুতার জেরে আবু সাইদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে জাকির বাহিনী। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে স্থানীয় বিএনপি নেতা বাবুলকে আইসিইউতে রাখা হয়েছে। গতকাল (বুধবার, ২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর ৩০ থেকে ৪০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে আবু সাইদ, বাবুলসহ সেখানে উপস্থিত ১২ থেকে ১৫ জনের উপর হামলা করে। এতে সবাই আহত হন। এদের সবাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আরও পড়ুন:

এদিকে ঘটনার পর জাকিরকে সাভার মডেল থানার আশপাশে ঘুরতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে, ডিবি পুলিশের উপর হামলা, জমি দখল, মারধরসহ একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে ।

ইএ