উগান্ডায় চার গাড়ির সংঘর্ষে ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় চার গাড়ির সংঘর্ষ
উগান্ডায় চার গাড়ির সংঘর্ষ | ছবি: আনাদোলু
0

উগান্ডায় মহাসড়কে চারটি গাড়ির সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুরুতে পুলিশ ৬৩ জন নিহতের কথা জানালেও পরে এ সংখ্যা কমিয়ে ৪৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ (বুধবার, ২২ অক্টোবর) স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে উগান্ডার কামপালা-গুলু মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ প্রাথমিকভাবে জানায়, বিপরীত দিক থেকে আসা দু’টি বাসের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একটি লরি ও আরেকটি ‘এসইউভি’ গাড়ি তাদের সঙ্গে দুর্ঘটনায় পড়ে।

একদিকে একটি বাস লরিকে ওভারটেক করার সময় অপর দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে সংঘর্ষ হয়। অপর দিকে থেকে আসা বাসও সে সময় এসইউভি গাড়ি ওভারটেক করছিলো বলে জানায় স্থানীয় পুলিশ।

আরও পড়ুন:

স্থানীয় পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, এর মধ্যে একটি বাস দুর্ঘটনা এড়ানোর চেষ্টায় বাঁক নেয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। এতে এমনভাবে ‘মুখোমুখি ও পাশ ঘেঁষে সংঘর্ষ’ হয়, যে কারণে অন্য গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ ঘটনায় আহতদের মধ্যে এ গাড়িগুলোর যাত্রীদের বাইরেও কয়েকজন রয়েছে বলে জানিয়েছে উগান্ডার পুলিশ। তাদেরকে পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানদোঙ্গোর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

এসএস