সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, মরদেহটি বস্ত্রহীন অবস্থায় পাওয়া গেছে। নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
তবে এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।





