ছাত্রসংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম | ছবি: এখন টিভি
1

শিক্ষার্থীদের আস্থা অর্জনই ছাত্রসংসদে বিজয়ের মূল রহস্য বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ (সোমবার, ২০ অক্টোবর) সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্র শিবির জেলা কমিটির উপশাখার দায়িত্বশীল সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আমাদের বিজয়ের প্রথম রহস্যই হলো মহান আল্লাহ তা’আলার ইচ্ছা। এরপর আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছি, তাদের কাছাকাছি গিয়েছি এবং তাদের আশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। শিক্ষার্থীরা আমাদের বিশ্বাস করেছে বলেই আজ আমাদের ওপর আস্থা রেখেছে।’

আরও পড়ুন:

শিবির সভাপতি আরও বলেন, ‘৫ই আগস্টের পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছি। শিক্ষার্থীদের যে প্রত্যাশা, আমরা সেই আলোকে ইশতেহার তৈরি করেছি এবং নির্বাচনের পরও সেই কমিটমেন্ট বাস্তবায়নে কাজ করছি। শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলন আমরা দ্রুতই দেখাতে চাই। আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারলেই বিজয় হবে পূর্ণাঙ্গ।’

আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, আমরা আশা করি, সামনে অনুষ্ঠিতব্য ছাত্র সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আরও সাফল্য অর্জন করতে পারব।

সমাবেশে ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএ