গেল ১২ অক্টোবর থেকে আবাসন ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতার তিন দফা দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে অনশনে বসেন তারা।
এরই প্রেক্ষিতে রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর শহিদ মিনারে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষক-কর্মচারীরা।
আরও পড়ুন:
পুরো প্রজ্ঞাপনকে প্রহসন দাবি করে, ২০ শতাংশ আবাসন ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দাবি জানান তারা।
একইসঙ্গে ১৫ শতাংশ চিকিৎসার দাবি উঠে আসে। এরপর শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দেয়া হয়।





