প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুটি গোলই করেছেন আর্লিং হালান্ড। লিয়ান্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে জয় পেয়েছে টেবিল টপার আর্সেনাল। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের মাঝে ৩-০ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে চেলসি।
আরও পড়ুন:
হাই ভোল্টেজ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ। তবে তোরিনোর কাছে ১-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে নাপোলি। লা লিগায় ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা টেবিলের চারে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
আরেক ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে জিরোনাকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষদিকে কোচ হানসি ফ্লিক লাল কার্ড দেখায় এল ক্লাসিকোতে তাকে ডাগ আউটে পাবে না কাতালানরা।





