স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের বিএনপির দুটি গ্রুপ—একটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী জহির গ্রুপ এবং অপরটি কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবিরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মামলা-মোকদ্দমা ও গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকালে উভয় পক্ষের ৩০০ থেকে ৩৫০ জন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় চার ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।
আরও পড়ুন:
সংঘর্ষে জহির গ্রুপের খাইরুদ্দিন (৪৫), মতিন (৫১), আলামিন (৩৩) ও কালু মিয়া (৩২) গুরুতর আহত হন। আহতদের পরিবার সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। অন্যদিকে কবির গ্রুপের সেন্টু (৩৮), দেলোয়ার (৩৩), হক মিয়া (৩০), হবি উল্লাহ (৪০) এবং এক অজ্ঞাত নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া উভয় পক্ষের আরও ৮ থেকে ১০ জন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় গুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনোও চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।





