২৫ বছর বয়সেই অবসরে অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্ন টিটমাস

আরিয়ার্ন টিটমাস
আরিয়ার্ন টিটমাস | ছবি: বিবিসি
0

মাত্র ২৫ বছর বয়সে প্রতিযোগীতামূলক সব ধরনের সাঁতার থেকে অবসর নিলেন অলিম্পিকে ৪ বার স্বর্ণজয়ী অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্ন টিটমাস। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) তিনি তার অবসরের এ ঘোষণা দেন।

আটটি অলিম্পিক পদক ও চারটি বিশ্ব শিরোপা জয় করে অস্ট্রেলিয়ার সফলতম ক্রীড়াবিদ হিসেবে অবসরে গেলেন তিনি। টিটমাসের এমন ঘোষণা শুধু অস্ট্রেলিয়াই নয়, পুরো সাঁতার দুনিয়াকে অবাক করেছে। কারণ ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে লড়ার কথা ছিল তার।

আরও পড়ুন:

এর আগে, গত প্যারিস অলিম্পিকে ‘রেস অব দ্যা সেঞ্চুরি’ নামে খ্যাত ৪০০ মিটার ফ্রি-স্টাইল ফাইনালে যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডেকি ও কানাডার মেকিনটশকে হারিয়ে শিরোপা জয় করেন টিটমাস। এটি ছিল তার তৃতীয় একক স্বর্ণপদক। 

প্যারিস অলিম্পিক শেষে বেশ কিছুদিন সাঁতার অনুশীলন থেকে বিরতি নিয়েছিলেন এই অলিম্পিয়ান। এরপর সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ না নিয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন টিটমাস।

এসএইচ