এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না: উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার | ছবি: সংগৃহীত
0

এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন:

উপদেষ্টা বলেন, ‘এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে, ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।’

তিনি বলেন, ‘এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হলেও শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এবার প্রাপ্য নাম্বারই দেয়া হয়েছে।’

সরকার শিক্ষকদের শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।

সাত কলেজের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আইন খসড়া আইন মন্ত্রণালয় পাঠানো হবে বলেও জানান তিনি।

সেজু