দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। শুরু থেকেই পুয়ের্তো রিকোর বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ১৫ মিনিটেই গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
২৩ মিনিটে দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো মন্তিয়েল। ৩৬ মিনিটে ফের স্কোরশিটে নাম তোলেন ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল পেয়ে যায় আর্জেন্টিনা।
৬৫ মিনিটে আত্মঘাতী গোলের পর লিড হয় ৪-০। এরপর লাউতারো মার্তিনেজের জোড়া গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়।





