আক্রমণাত্মক ফুটবল থেকে একেবারে খোলসবন্দি খেলা। এশিয়ান কাপ বাছাইপর্বের যেখানে বাচা মরার লড়াই সেখানে বাংলাদেশের চেনা ফরম্যাট ৪-৪-২ পরিবর্তে ৫-৩-২ ফরম্যাটে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচের বিতর্কের পর শুরুর একাদশে পরিবর্তন আনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। যেখানে সুযোগ পান তরুণ ফুটবলার জায়ান আহমেদসহ শমিত সোম।
হংকং, চায়নার ৫০ হাজার ধারণক্ষমতা কাই তাক স্পোর্টস স্টেডিয়ামে মাত্র এক হাজার লাল সবুজের সমর্থকদের স্বপ্ন অনেকটা ম্লান হয়ে যায় ৪৯ হাজার স্বাগতিক দর্শকের উচ্ছ্বাস আর উন্মাদনার কাছে। শুরু থেকে বেশ ধীরগতিতে এগোয় ম্যাচ। সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাত্মক ফুটবল খেলা বাংলাদেশকে চেপে ধরে স্বাগতিকরা। ২৬ মিনিটে গোল হতে হতে বেচেও যায় ক্যাবরেরার শিষ্যরা। তবে নয় মিনিটের ব্যবধানে নেচে উঠে কাই তাক স্টেডিয়াম উপস্থিত সমর্থকরা। মাথায় হাত হামজা শোমিতদের।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ফুটবলারদের এলোমেলো খেলায় ম্যাচে ফেরার কোনো আভাস মেলেনি দেশের অগণিত সমর্থকদের। বরং ভুল পাস আর ফিনিশিং দুবলর্তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে তপু বর্মণ, পরে মাঠে নামা ফাহমিদুলদের খেলায়। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রস থেকে গোলরক্ষককে একা পেয়েও সে সুযোগ কাজে লাগাতে পারেনি ফাহমিদুল।
তবে শেষের দিকে ম্যাচ হারার লজ্জা থেকে দলকে রক্ষা করেছেন রাকিবুল হোসেন। শেষের সময়ে মাঠে বেশ ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে ১০ জনে পরিণত হওয়া হংকং, চায়নাকে হারাতে ব্যর্থ জামাল- হামজারা। আর তাতে সি গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল পর্বে উঠতে এবার কঠিন সমীকরণ মেলাতে হবে হ্যাভিয়ের ক্যাবরেরাকে।





