জানা যায়, শুধু গার্মেন্টস থেকে এ ১৬টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দোতালা ও তিনতালা মিলে দূষিত গ্যাসের জন্য মৃতদেহ পেয়েছি। চারতালা ও নিচতলায় যেতে পারিনি। আহতদের মধ্যে একজন ভলান্টিয়ার ছিলেন।’
তিনি বলেন, ‘কেমিক্যাল নিয়ন্ত্রণ হয়নি। সর্বোচ্চ টেকনোলোজি ব্যবহার করা হচ্ছে। নিয়ন্ত্রণ করতে আরও সময় লাগবে। তবে ভেতরে কোন কেমিক্যাল আছে তা জানা যায়নি। ছয় থেকে সাত ধরনের কেমিক্যাল আছে।’
আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মিরপুরে রূপনগর শিয়ালবাড়ি কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউন ও সর্দার গার্মেন্টস নামে দুটি প্রতিষ্ঠানে আগুন লাগে।




