পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

অনুশীলনে আর্জেন্টিনা
অনুশীলনে আর্জেন্টিনা | ছবি: সংগৃহীত
0

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৫ অক্টোবর) ভোরে মাঠে নামবে দুই দল।

নিজেদের অঞ্চলে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা বর্তমানে নিজেদের স্কোয়াড গোছানোর দিকেই বেশি মনোযোগী।

সবশেষ বেশ কিছু ম্যাচেই স্কোয়াডের ওপর পরীক্ষা চালিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন:

তুলনামূলক সহজ প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর বিপক্ষেও সেই ধারা চলতে পারে। এই ম্যাচে দেখা যেতে পারে দলের বড় তারকা লিওনেল মেসিকে।

এছাড়া নতুনদের মধ্যে একাধিক তারকাকে শুরুর একাদশেই রাখার আভাস দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।

সেজু