ট্রাম্প জানান, রুশ নেতৃত্বের কাছে দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে এরদোয়ানের।
রয়টার্স জানায়, গেলো সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এরদোয়ান। যেখানে ইউক্রেন যুদ্ধের ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
এদিকে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামাজিক যোগাযোগমাধ্যেমে দেয়া এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতে রাশিয়াকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গেও বৈঠক করবেন তিনি।





