আরডুইনো অধিগ্রহণ করলো কোয়ালকম

কোয়ালকম
কোয়ালকম | ছবি: রয়টার্স
0

ইতালির নন প্রফিট ফার্ম আরডুইনো অধিগ্রহণ করেছে সান ডিয়েগো-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি কোয়ালকম। আরডুইনো মূলত রোবট বা ইলেকট্রনিক গ্যাজেটের প্রোটোটাইপের জন্য হার্ডওয়্যার ও সফ্টওয়্যার তৈরি করে। গত (মঙ্গলবার, ৭ অক্টোবর) আরডুইনো ও কোয়ালকমের মধ্যে এ চুক্তি হয়।

অপরদিকে কোয়ালকম বিশ্বজুড়ে মোবাইল ফোনের মূল চিপ সরবরাহকারী। যারা ক্রমশ কানেক্টেড ভেহিকেল, ওয়্যারলেস ইয়ারফোন, ল্যাপটপ কম্পিউটার এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনের মতো অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ ঘটিয়েছে।

আরও পড়ুন:

এ চুক্তির মাধ্যমে কোয়ালকম ৩৩ মিলিয়নেরও বেশি ডেভেলপারসহ আরডুইনোর ওপেন-সোর্স প্ল্যাটফর্ম অধিগ্রহণ করবে। কোম্পানিগুলো অধিগ্রহণের মূল্য প্রকাশ করেনি। বিশ্বব্যাপী ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও প্রোগ্রামিং শিখতে এবং পেশাদার প্রকৌশলীরা দ্রুত প্রোটোটাইপ তৈরি করতে আরডুইনো ব্যাপকভাবে ব্যবহার করেন।

কোয়ালকম আরও জানিয়েছে, তারা তাদের ‘ড্রাগনউইং’ প্রসেসিং চিপ দ্বারা চালিত একটি আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ড চালু করবে। যা রোবটের মতো ডিভাইসের জন্য উপযুক্ত হবে।

এফএস