আজ (রোববার, ১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরের ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশু ও কিশোর-কিশোরীদের টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নুর জাহান বেগম।
আরও পড়ুন:
এসময় নুর জাহান বেগম বলেন, ‘একটা সময় পলিও অনেক শিশুর জীবন নিয়েছে, এখন কিন্তু নেয় না। এটার কৃতিত্ব উন্নয়ন সহযোগী, দেশের মানুষ ও মিডিয়া কর্মীরা।’
তিনি বলেন, ‘একই ভাবে প্রতিবছর টাইফয়েডে ৮ হাজার মানুষ মারা যায়। তাদের বাঁচাতে এই ভ্যাকসিন। প্রথমে ৫ কোটি শিশু কিশোরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। যাতে আমাদের শিশুদের সুরক্ষা দেয়া যায়। পরবর্তীতে ধাপে ধাপে আরও দেয়া হবে।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘বাংলাদেশ সব সময় টিকাদান ক্যাম্পেইন সফলভাবে করেছে।’
অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার জানান, বিশ্বে যত রোগ আছে সবই টিকার মাধ্যমে রোধ করা সম্ভব। এসময় বাংলাদেশের উদ্যোগ ও সাফল্যকে সাধুবাদ জানান তিনি।
ক্যাম্পেইনের উদ্বোধন শেষে ১৫০ জন শিশুকে টিকা প্রদান করা হয় সেখানে।
আরও পড়ুন:





