বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিপির সরকার: জাপা মহাসচিব

শামীম হায়দার পাটোয়ারী সংবাদ সম্মেলনে কথা বলছেন
শামীম হায়দার পাটোয়ারী সংবাদ সম্মেলনে কথা বলছেন | ছবি: এখন টিভি
0

বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিপির সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ (শনিবার, ১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ে সমাবেশ ভন্ডুলের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শামীম পাটোয়ারী বলেন, ‘সরকার প্রশাসনে বিএনপি জামায়াতকে নিয়োগ দিয়েছে। এ সরকার সকল দলের সরকার না। যে সরকার সকল দলের না, সে সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশে পুলিশ হামলা করেছে। অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে। পুলিশ দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে। এভাবে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হচ্ছে। এমন আচরণ রাজনীতির জন্য অশনি সংকেত।’

জাতীয় নির্বাচন বিষয়ে শামীম পাটোয়ারী বলেন, ‘পুরো ব্যাপারটায় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি জনপ্রিয় হচ্ছে। জাতীয় পার্টি সামনের ভোটে বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে।’

এফএস