ক্যাবরেরা থাকছেন কি না, সিদ্ধান্ত বাফুফের বৈঠকের পরই

কথা বলছেন তাবিথ আউয়াল
কথা বলছেন তাবিথ আউয়াল | ছবি: এখন টিভি
1

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং, চায়না ম্যাচে হারের পর বেশ জোরেশোরে হ্যাভিয়ের ক্যাবরেরাকে সরানোর দাবি তুলেছেন দর্শকরা। তবে এত বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয়, ম্যাচ পরবর্তী বৈঠকের পরই নেয়া হবে বলে জানিয়েছেন বাফুফে বস তাবিথ আউয়াল।

গল্পটা অন্যরকম হতে পারতো। মাথা উঁচু করেই বীরের বেশে মাঠ ছাড়তে পারতেন ক্যাবরেরা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় স্টেডিয়াম ছাড়লেন মাথা নত করেই। পেছন পেছন ক্যাবরেরাকে অনুসরণ করলেন তারই শিষ্যরা।

এশিয়ান কাপে টানা জয়হীন থাকার পর মূল পর্বে খেলার লড়াইয়ে টিকে থাকতে হংকং, চায়না বিপক্ষে ডু অর ডাই ম্যাচ ছিলো বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে ভিলেন থেকে হতে পারতেন নায়ক। তবে এলোনা কাঙ্ক্ষিত সাফল্য। সব পরিকল্পনাই গেলো ভেস্তে। তাতে বড্ড খেপেছে দর্শকরা।

দর্শকদের একজন বলেন, ‘যেটা মনে হলো সবগুলোতে ভেজাল আছে। ডিফেন্স, অ্যাটাকিং। কোচ পরিবর্তন করা উচিত।’

আরেকজন বলেন, ‘বাংলাদেশের প্ল্যানিংয়ে অনেক জায়গায় ঘাটতি আছে।’

আরও পড়ুন:

তবে হংকং, চায়না পরীক্ষায় পাস ফেল করলেও ক্যাবরেরার ফলাফল এখনই ঘোষণা করতে রাজি নন বাফুফে বস। তবে শিগগিরই আসতে চলেছে কঠিন সিদ্ধান্ত। এমনটাই আভাস দিলেন তাবিথ আউয়াল।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এখনই এটা বলার সময় না। এখন ম্যাচটা শেষ হয়েছে। আমরা ব্রিফিংয়ের পর সব বলতে পারবো।’

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘রেজাল্ট গ্রহণ করার মতো না। হতাশ এতে কোনো সন্দেহ নেই। কোনো কিছু নিয়ে মন্তব্য করবো না। আমি চাই আমার দেশ ভালো করুক।’

শুধু ক্যাবরেরার জন্যই নয় ভালো ফলাফল করাটা রাকিব, হামজাদের জন্য ছিলো গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত হতাশার হারে এশিয়ান কাপে খেলার স্বপ্নটা লাল সবুজের প্রতিনিধিদের জন্য আরও ধসূর হলো।

সেজু