সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাস্নাহোরকাই

সাহিত্যে নোবেল বিজয়ী হাঙ্গেরিয়ান লেখক লাস্লো ক্রাসনাহোরকাই
সাহিত্যে নোবেল বিজয়ী হাঙ্গেরিয়ান লেখক লাস্লো ক্রাসনাহোরকাই | ছবি: সংগৃহীত
5

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাস্নাহোরকাই। সংবাদ সংস্থা রয়টার্সের দেয়া তথ্যানুযায়ী, আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

প্রত্যেক বছর বিভিন্ন বিষয়ে বিশেষ ও অসামান্য অবদান রাখার পুরষ্কারস্বরূপ নোবেল পুরস্কার দেয়া হয়। এর একটি হলো সাহিত্য। এ বছর সাহিত্যে অসামান্য অবদান রাখার পুরস্কার স্বরূপ নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান এ লেখক।

সুইডিশ অ্যাকাডেমি জানায়, আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেয়া হয়েছে। তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।

এর আগে, ২০২৪ সালের এ বিভাগে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।

এসএইচ