আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি ছিলেন একজন স্বনামধন্য নির্বাচন বিশেষজ্ঞ। নির্বাচন প্রক্রিয়া, ভোটার অধিকার এবং নির্বাচনী সংস্কার নিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
তিনি আরও বলেন, তার কাজগুলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
আরও পড়ুন:
বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপক ড. তোফায়েল আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।





