নক-আউট পর্বের এ ম্যাচে আর্জেন্টিনা লিড পায় প্রথম মিনিটেই। গোলরক্ষকের ভুলে সহজ গোল করেন আলেহো সারকো।
২৩ মিনিটে ফ্রিকিক থেকে লিড দ্বিগুণ করেন মাহির কারিজো। প্রথমার্ধের শেষদিকে ম্যাচে নিজেদের সেরা সুযোগ পায় নাইজেরিয়া। যদিও আর্জেন্টাইন রক্ষণের কারণে গোলবঞ্চিত হয় সুপার ঈগলরা।
আরও পড়ুন:
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন কারিজো।
৬৬ মিনিটে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাত্তেও সিলভেত্তি। এতেই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয় আর্জেন্টিনার। সেই ম্যাচে জুনিয়র আলবেসিলেস্তেদের প্রতিপক্ষ মেক্সিকো।





