রসায়নে নোবেল পেলেন তিন দেশের বিজ্ঞানী

নোবেল পাওয়া তিন বিজ্ঞানী
নোবেল পাওয়া তিন বিজ্ঞানী | ছবি: নোবেল পুরস্কারের ওয়েবসাইট
1

রসায়ন বিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য চলতি বছর তিন দেশের বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন জাপানের সুসুমু কিতাগাওয়া কি, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন ও যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।

আজ (বুধবার, ৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ ডেভেলপের কারণে তাদের এ বছর রসায়নে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

আরও পড়ুন:

নোবেল কর্তৃপক্ষ জানায়, এ তিনজন বড় স্পেসসহ এমন কিছু আণবিক কাঠামো তৈরি করেছেন, যেগুলোর মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সহজে চলাচল করতে পারে।

এ কাঠামো বা জিনিসগুলোর নাম হলো ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’। এগুলো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকেও পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড গ্যাস ধরে রাখা, বিষাক্ত গ্যাস জমিয়ে রাখা এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করার কাজও করা যায়।

এএইচ