আজ (সোমবার, ৬ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা দুই হাজার পিস ইয়াবা, নগদ ৫২ হাজার ৪৯৬ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যৌথ বাহিনী কর্তৃক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লাকে (৩৬) আটক করা হয়। অভিযানকালে ৬৫ কেজি গাঁজা, ৬২০ পিস ইয়াবা এবং নগদ ৩২ হাজার ২৯৫ টাকা উদ্ধার করা হয় বলেও জানায় সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।





