ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় মানববন্ধন
কুমিল্লায় মানববন্ধন | ছবি: এখন টিভি
0

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ প্রদান এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক কুমিল্লা প্রধান শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও চাকরি প্রত্যাশীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

একইসময় ব্যাংকের চকবাজার, পদুয়ার বাজার ও ক্যান্টনমেন্ট শাখার সামনেও অনুরূপ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং পেশাদার সেবা দিতে ব্যর্থ হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

আরও পড়ুন:

তারা সতর্ক করে বলেছেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান।

এসএস