আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের সপ্তম বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশ লেডিস ক্লাবের সদস্যদেরা
বাংলাদেশ লেডিস ক্লাবের সদস্যদেরা | ছবি: সংগৃহীত
0

সফল পথচলার সপ্তম বার্ষিকী উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি নারীদের বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব’। আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণাঢ্য আয়োজনে দেশটির আজমান প্রদেশে বর্ষপূর্তি পালন করে সংগঠনটি।

আয়োজনে অংশ নিয়েছেন সাংস্কৃতিককর্মী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নারী ও তাদের পরিবারের সদস্যরা। আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে উদ্যোক্তাদের বাঙালি মেলা।

আরও পড়ুন:

বিভিন্ন স্টলে শোভা পায় দেশিয় হরেকরকম পণ্য। জামদানি, কাতান, হাতে আঁকা শাড়ি, সালোয়ার কামিজ ও দেশিয় হস্তশিল্প নজর কেড়েছে সবার। পাশাপাশি দেশিয় পিঠা-পুলি ও ঐতিহ্যবাহী দেশিয় খাবারে দেশের স্বাদ খুঁজেছেন প্রবাসীরা।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও উদ্যোক্তা মিলে ২৫ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরআগে অনুষ্ঠানে শিশু কিশোররা লোকনৃত্য, কবিতা, আবৃত্তি ও নানা ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে।

এফএস