জবির ছাত্রদল নেতা হাসিবুরের আকস্মিক মৃত্যু

হাসিবুর রহমান
হাসিবুর রহমান | ছবি: সংগৃহীত
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন হাসিবুর রহমান। তার গ্রামের বাড়ি ভোলায়।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে রাতের খাবারের জন্য ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।

সেজু