মেক্সিকোতে গণহত্যার বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভ

মেক্সিকোতে বিক্ষোভ
মেক্সিকোতে বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

মেক্সিকো সিটিতে ১৯৬৮ সালের গণহত্যার বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। দেশটির প্রবীণ সমাজের অনেকে ৬৮ ব্যানার নামে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

আরও পড়ুন:

শান্তিপূর্ণ সমাবেশ রূপ নেয় সহিংসতায়। ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় বেশ কয়েকটি গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে। ১৯৬৮ সালের দোসরা অক্টোবরে, নিরাপত্তা বাহিনীর গুলিতে শিক্ষার্থীসহ প্রাণ হারায় তিন শতাধিক মানুষ। যা মেক্সিকান রাজনীতির কালো অধ্যায় হয়ে আছে।

এফএস