মালয়েশিয়ার বন্দিশিবিরে থাকা প্রবাসীর পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

প্রবাসী বাংলাদেশি
প্রবাসী বাংলাদেশি | ছবি: এখন টিভি
3

মালয়েশিয়ার জহুর বারুতে পেকান নানাস ক্যাম্পে আটক থাকা এক প্রবাসী বাংলাদেশির পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ হাইকমিশন।

আজ (বুধবার, ১ অক্টোবর) হাইকমিশনের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সম্প্রতি ক্যাম্পে সেবা কার্যক্রম পরিচালনার সময় ওই ব্যক্তিকে পাওয়া যায়। অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে পারছেন না।

প্রবাসীর কার্ড ও নথিপত্র যাচাই করেও কোনো তথ্য সংগ্রহ করা যায়নি। ফলে তার নাম, পরিচয় বা ঠিকানা জানা সম্ভব হচ্ছে না এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও সম্পন্ন করা যাচ্ছে না।

এ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। যদি কারও কাছে ওই ব্যক্তির পরিচয় বা তার আত্মীয়-স্বজন সম্পর্কে কোনো তথ্য থাকে, তা দ্রুত বাংলাদেশ হাইকমিশনে জানানোর অনুরোধ করা হয়েছে।

সেজু