ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে নাম প্রত্যাহার করে পাকিস্তান। এরপরই বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে সুযোগ করে দিতে বিশেষ নিয়ম চালু করে বিশ্ব হকি ফেডারেশন।
আসরে পঞ্চম স্থান অর্জনকারী দল বাছাইপর্ব খেলতে পারবে, তবে ষষ্ঠ হলে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ভেন্যুতে প্লে-অফ খেলতে হবে।
আরও পড়ুন:
আর বাংলাদেশ আসরে ষষ্ঠ স্থান অর্জন করায় বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ খেলবে পাকিস্তান।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান হকি ফেডারেশন। বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতে বাছাইপর্বে খেলার সুযোগ পাবে এই সিরিজে জয়ী দল।





