‘শাপলা প্রতীক দেয়ার ব্যাপারে ইসি এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী | এখন টিভি
0

শাপলা প্রতীক দেয়ার ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। শাপলা প্রতীক আদায়ে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের নিবন্ধনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা দিতে কোনো আইনি বাঁধা নেই। ব্যাখ্যা না দিতে পারলে ইসিকে পদত্যাগ করতে হবে।’

নির্বাচন কমিশন একটি দলের কার্যালয়ে পরিণত হচ্ছে মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, ‘ইসি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ না করলে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না।’

আরও পড়ুন:

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই দলকেই নিষিদ্ধ চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এরই মধ্যে বিএনপির কিছু নেতা ভারতের পক্ষে কথা বলছে, তাদেরকে জনগণের কাতারে আসতে হবে।’

এছাড়া এতদিন কোনো মিছিল মিটিং না করলেও জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দেয়াকেও সন্দেহের চোখে দেখছেন এনসিপির এই নেতা।

গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাইকে এনসিপির ও এর প্রতীকের ব্যানারে নির্বাচন করতে হবে।’

সেজু