যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলে বন্দুক হামলা, নিহত ১০

বন্দুক হামলার জায়গা
বন্দুক হামলার জায়গা | ছবি: সংগৃহীত
0

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান, নর্থ ক্যারোলিনা এবং টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজনসহ মোট ১০ জনের প্রাণ গেছে। এরমধ্যে সবশেষ মিশিগানের একটি গির্জায় বন্দুক হামলা ও আগুন ধরিয়ে দেয়া ঘটনাতেই সন্দেহভাজন নিহত হয়েছেন অন্তত ৫জন। অপারেশন ইরাকি ফ্রিডমে কর্মরত সাবেক দুই নৌ সেনা মিশিগান ও নর্থ ক্যারোলিনায় আলাদা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিন দিন আরও বেশি ভয়াবহ আকার ধারণ করছে যুক্তরাষ্ট্রের বন্দুক হামলার ঘটনা। এবার শুধু বন্দুক হামলাই নয়; আগুন ধরিয়ে দিয়ে মানুষকে পুড়িয়ে মারারও চেষ্টা করেছে হামলাকারী। রোববার মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকার একটি গির্জায় প্রার্থনা চলাকালীন ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন হামলাকারীসহ বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন। আগুন নেভানো হলেও; প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার পাল্লা ভারী হয়ে উঠেছে মার্কিনদের।

স্থানীয় বাসিন্দা বলেন, এর আগেও গীর্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটির পর আমার হাত-পা কাঁপছে। কারণ এ গির্জাটি আমার বাড়ি থেকে ১০ মিনিট দূরত্বে।

পুলিশ জানিয়েছে, একটি গাড়ি নিয়ে ঢুকে গির্জায় এলোপাথাড়ি গুলি চালানোসহ আগুন ধরিয়ে দেয় হামলাকারী। পর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে মারা যায় সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ড। তার বয়স ৪০ বছর। তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে একজন মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। এমনকি যুক্তরাষ্ট্রের অপারেশন ইরাকি ফ্রিডমেও এক বছর নিযুক্ত ছিলেন। এটিকে সহিংসতা আখ্যা দিয়ে তদন্তে নেমেছে এফবিআই।

আরও পড়ুন:

মিশিগান গ্র্যান্ড ব্ল্যাঙ্কের পুলিশ প্রধান উইলিয়াম রেনি বলেন, ইতিমধ্যেই সন্দেহভাজন ব্যক্তিও মারা গেছেন। ফলে এই মর্মান্তিক ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন।

এফবিআইের ডেট্রয়েট ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট রুবেন কোলম্যান বলেন, আমি এ মুহূর্তে নিশ্চিত করতে পারি যে এফবিআই এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে। এটিকে সহিংসতার ঘটনা হিসেবে আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।

ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের বন্দুক হামলার ঘটনাকে ভয়ংকর বলে অভিহিত করেছেন। পাশাপাশি এফবিআইকে গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন।

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে সবশেষ ভয়াবহ হামলাটি ছিলো মিশিগানের গির্জায়। এর ১২ ঘণ্টা আগে নর্থ ক্যারোলিনার একটি বারেও বন্দুক হামলায় ৩জন নিহত ও ৮জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেখানেও নাইজেল এজ নামে অপারেশন ইরাকি ফ্রিডমে কর্মরত সাবেক নৌ সেনা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এছাড়া টেক্সাসের ঈগল পাসের একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় প্রাণ গেছে ২ জনের।

ইএ