মেত্রোপলিতানোয় শনিবার লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল রিয়াল। এ ম্যাচ হেরে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে তারা। লু নহমাঁর গোলে পিছিয়ে পড়ার পর, কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গিলেরের লক্ষ্যভেদে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন আলেকসান্দার সরলথ। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় কোণঠাসা হয়ে থাকা রিয়ালের জালে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেস। রিয়ালের জালে শেষ পেরেক ঠুকেন অঁতোয়ান গ্রিজমান।
পুরো ম্যাচে পজিশনে একটু এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি রিয়াল। প্রথম ছয় ম্যাচে তিনটি গোল খাওয়া রিয়াল মাদ্রিদ এ এক ম্যাচেই হজম করে পাঁচ গোল। এ পরাজয়ে লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় তারা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই থাকছে শাভি আলোন্সোর দল। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। লিগে এ নিয়ে টানা ছয়টি মাদ্রিদ ডার্বিতে অপরাজিত রইল তারা।
আরও পড়ুন:
যাদের কাছে কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে হেরেই মৌসুমটা শুরু করেছিল লিভারপুল, আর্নে স্লটের দল হারল সেই প্যালেসের কাছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের রেকর্ড টানা ১৮ ম্যাচে অপরাজিত প্যালেসকে ৯ মিনিটে এগিয়ে দেন ইসমাইলা সার। কিয়েসার গোলে লিভারপুল সমতায় ফেরে ৮৭ মিনিটে। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে এডি এনকেটিয়ার গোলে জয় তুলে নেয় প্যালেস। ৭৮ মিনিট পিছিয়ে থাকার যখন সমতা ফেরায় লিভারপুল তখন এ মৌসুমের শুরু থেকেই চলমান চিত্রনাট্য মনে করিয়ে দেয় অলরেডরা। কিন্তু হলো উল্টোটাই। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে জিতে যায় প্যালেস। টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ শুরু করা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল হারল ষষ্ঠ ম্যাচে এসে।
আরেক ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে দলটি। জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড। ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।





