সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে ভোটার বেড়েছে ১ লাখ, কেন্দ্র বাড়লেও কমেছে কক্ষ

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি: সংগৃহীত
9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানারকম প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। তার প্রভাব দেখা গিয়েছে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও। আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে এখন চলছে প্রস্তুতি। ভোটার সংখ্যা ও কেন্দ্রের খসড়া তালিকাও তৈরি করেছে জেলা নির্বাচন কার্যালয়। গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ১ লাখ ৫ হাজার ২৮১ জন। আবার, খসড়া তালিকায় ১৩টি কেন্দ্র বাড়লেও কমেছে ৩৯০টি কক্ষ।

জেলার ৫টি সংসদীয় আসনে মোট ২৩ লাখ ৬০ হাজার ৩৪১ জন ভোটারের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন এবং মহিলা ভোটার ১১ লাখ ৬৪ হাজার ৯৩৪ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার ছিলো ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন। গত নির্বাচনের চাইতে এ নির্বাচনে ভোটার বেড়েছে ১ লাখ ৫ হাজার ২৮১ জন। গতবার পুরুষ ভোটার ছিলো ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন। গতবারের চেয়ে এবার পুরুষ ভোটার বেড়েছে ৪৭ হাজার ৪১২ জন। গত নির্বাচনে নারী ভোটার ছিলো ১১ লাখ ৭০ হাজার ৬৬ জন। নারী ভোটার এবার বেড়েছে ৫৭ হাজার ৮৬৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো ১৭ জন। এখানেও ১ জন ভোটার বেড়েছে।

এদিকে ভোট গ্রহণের জন্য জেলা নির্বাচন কার্যালয় একটি খসড়া তালিকা তৈরি করেছে। আসন্ন নির্বাচনে জেলায় অস্থায়ীসহ মোট ৭৯৫টি কেন্দ্র এবং ৪ হাজার ৫৮৯টি (অস্থায়ী সহ) কক্ষের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। গত নির্বাচনে ৫টি আসনে মোট কেন্দ্র ছিলো ৭৮২টি এবং ভোটকক্ষের মোট সংখ্যা ছিলো ৪ হাজার ৯৭৯টি। খসড়া তালিকায় ১৩টি কেন্দ্র বাড়লেও কমেছে ৩৯০টি কক্ষ।

আসন ভিত্তিক তথ্য:

নারায়ণগঞ্জ জেলায় মোট সংসদীয় আসন ৫টি। জেলার রূপগঞ্জ উপজেলাটি নারায়ণগঞ্জ-১ আসন, আড়াইহাজার উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-২, সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা নিয়ে নারায়ণগঞ্জ-৩, ফতুল্লা উপজেলা নারায়ণগঞ্জ-৪ এবং সদর থানা ও বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন। সম্প্রতি আসন পুনর্বিন্যাসে ফতুল্লা উপজেলা অর্থাৎ নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জকে সরিয়ে সোনারগাঁ উপজেলা অর্থাৎ নারায়ণগঞ্জ-৩ আসনের সাথে যুক্ত করা হয়েছে। জেলাটিতে আসন বিন্যাসের এ পরিবর্তন ছাড়া অন্যান্য আসনগুলোতে আর কোনো পরিবর্তন হয়নি। তবে প্রাথমিকভাবে পুরো সিটি করপোরেশনকে নারায়ণগঞ্জ-৫ আসন করার প্রস্তাব নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হলেও পরবর্তীতে আপিলে সেটি বাতিল করা হয়।

আরও পড়ুন:

ত্রয়োদশ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন অর্থাৎ রূপগঞ্জে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৮৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬৩৫ জন, নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২জন। আসনটিতে গত নির্বাচনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। পুরুষ ভোটার ছিলো ১ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন এবং নারী ভোটার ছিলো ১ লাখ ৮৮ হাজার ৭২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো ২ জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনটিতে ১২৮টি কেন্দ্র ও ৭৬৩টি কক্ষের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। গত নির্বাচনে এখানে মোট কেন্দ্র ছিলো ১২৮টি এবং ভোটকক্ষ ছিলো ৮১৭টি।

আড়াইহাজার উপজেলা, পৌরসভা এবং ১০টি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-২ আসন গঠিত। ত্রয়োদশ নির্বাচনে এ আসনের মোট ৩ লাখ ৫৯ হাজার ৭৬ জন ভোটার ভোট দেবে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫ জন। আসনটিতে দ্বাদশ নির্বাচনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন। পুরুষ ভোটার ছিলো ১ লাখ ৭১ হাজার ১২৫ জন এবং নারী ভোটার ছিলো ১ লাখ ৬২ হাজার ১৩৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো ৩ জন। মোট ভোটকেন্দ্র ছিলো ১১৭টি এবং ভোটকক্ষ ছিলো ৭৪১টি। ত্রয়োদশ নির্বাচনে ১১৭টি ভোটকেন্দ্র এবং ৭০৬টি কক্ষের খসড়া তালিকা তৈরি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা, পৌরসভা, ১০টি ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দশটি ওয়ার্ড অর্থাৎ সিদ্ধিরগঞ্জ থানা এলাকা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন গঠিত হয়েছে। আসনটিতে আসন্ন নির্বাচনে মোট ৫ লাখ ৮৩ হাজার ৯৫২ জন ভোটার ভোট দিবে। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৮৭ হাজার ২০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ আসনে ২১০টি কেন্দ্র এবং ১ হাজার ১৭১টি কক্ষের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। দ্বাদশ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিলো ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন। পুরুষ ভোটার ছিলো ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন এবং নারী ভোটার ছিলো ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৩১টি এবং মোট ভোটকক্ষ ছিলো ৭৭১টি। আসনটিতে গত নির্বাচনে কোন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো না। উল্লেখ্য গত নির্বাচনে শুধু সোনারগাঁ উপজেলা নিয়েই নারায়ণগঞ্জ-৩ আসন ছিলো।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলা আংশিক এবং ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন। আসন্ন নির্বাচনে এ আসনের মোট ৫ লাখ ৩৫ হাজার ৩২৫ জন ভোটার ভোট দিবে। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ১৭, নারী ভোটার ২ লাখ ৬৫ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আসনটিতে ১৭৭টি কেন্দ্র এবং ১ হাজার ১৪টি কক্ষের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এর আগে গত নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিলো ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। পুরুষ ভোটার ছিলো ৩ লাখ ৫২ হাজার ৪৪১ জন, নারী ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো ৬ জন। মোট ভোটকেন্দ্র ছিলো ২৩১টি এবং ভোটকক্ষ ছিলো ১ হাজার ৫৬২টি।

বন্দর উপজেলা এবং সিটি করপোরেশন ১৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯০০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৫৩০ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। পৌনে পাঁচ লাখ ভোটারের ভোট প্রদানের জন্য ১৬৩ কেন্দ্র এবং ৯৩৫টি কক্ষের খসড়া তালিকা তৈরি করেছে জেলা নির্বাচন কার্যালয়। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন। যেখানে পুরুষ ভোটার ছিলো ২ লাখ ৪৯ হাজার ৩৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো ৬ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৭৫টি এবং মোট ভোটকক্ষ ছিলো ১ হাজার ৮৮টি।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরমধ্যেই কাজ শুরু করেছি। ভোটার তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। এখন আমরা সম্ভাব্য কেন্দ্র এবং ভোটকক্ষের তালিকা তৈরি করছি। খসড়া একটি তালিকাও তৈরি করছি। এগুলো থেকে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। বলা যায় নির্বাচনের সকল ধরনের প্রস্তুতিই আমাদের চলছে।’

ইএ