অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রেপ্তার আরামিটের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাজার হাজার কোটি টাকা পাচারের বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি কথা জানান দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান।
জবানবন্দিতে সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী আব্দুল আজিজ, উৎপল পাল ও সৈয়দ কামরুজ্জামান সিন্ডিকেট কতৃক হাজার কোটি টাকা পাচারের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন:
এদিকে সম্প্রতি আরামিট পিএলসির ১১টি চেকে ১ কোটি ৭৬ লাখ টাকা মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া উত্তোলন করেছিলেন জাহাঙ্গীর আলম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকার আরামিট গ্রুপের অফিস থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।




