চতুর্ভুজ প্রেমের বলি রিকশাচালক সায়েদুর, দুই আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চতুর্ভুজ প্রেমের বলি হয়ে ঢাকার ধামরাই উপজেলায় দুই বছর আগে প্রাণ হারান রিকশাচালক সায়েদুর রহমান। সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা ইউনিট। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার কুদরত-ই- খুদা।

তিনি জানান, ভিকটিম সায়েদুর রহমানের স্ত্রী প্রেমের বন্ধনে জড়ান তারই নিকট দুই বন্ধুর সঙ্গে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভিকটিম সায়েদুরের বন্ধুরা তাকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় প্রাণ হারান সায়েদুর। পরবর্তীতে আসামিদের ধরতে দুই বছর অসংখ্যবার অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে পিবিআই।

আরও পড়ুন:

সবশেষ ৪ সেপ্টেম্বর একজন আসামিকে গ্রেপ্তারের পর রিমান্ডের তথ্যানুযায়ী মূল আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান সংস্থাটির ঢাকা জেলার পুলিশ সুপার।

ইএ