নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারকে ‘ডিম নিক্ষেপ’, তাসনিম জারার ক্ষোভ প্রকাশ

নিউ ইয়র্কে আখতার হোসেনকে ডিম নিক্ষেপ
নিউ ইয়র্কে আখতার হোসেনকে ডিম নিক্ষেপ | ছবি: সংগৃহীত
1

নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর 'ডিম নিক্ষেপ'-এর অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।

বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া একটি পােস্টে এ তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি বলেন, 'আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।'

তিনি লেখেন, এটা ব্যক্তি আখতার হোসেন নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে এমন আক্রমণ হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়তে দেখা গেছে।

এদিকে বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম নিক্ষেপের অভিযোগে একজনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। জানা গেছে, তার বাড়ি সিলেট। মিজান চৌধুরী নামের ওই ব্যক্তিকে জ্যাকসন হাইটস থেকে আটক করে পুলিশ।

এসএইচ