সৌর ব্যতিচারে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটার সম্ভাবনা

বাংলাদেশ স্যাটেলাইট-১
বাংলাদেশ স্যাটেলাইট-১ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আট দিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সান আউটেজ বা সৌর ব্যতিচার খুবই সাধারণ একটি মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে।

সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী (সোমবার, ২৯ সেপ্টেম্বর) (সোমবার,৬ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন:

ধারণা করা হচ্ছে এ আট দিন যথাক্রমে সর্বনিম্ন তিন মিনিট থেকে সর্বোচ্চ ১৩ মিনিট বাংলাদেশ স্যাটেলাইট -১ এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বিএসসিএল এ সৌর ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। বিএসসিএল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।

এফএস